গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড কারখানার ডিএমডির ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
Advertisement
শনিবার (৩০ নভেম্বর) বিজিএমইএ, এফবিসিসিআই, বিকেএমইএ, ডিসিসিআই, বিজিএপিএমইএসহ বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা মনে করি এটি শুধুমাত্র ব্যক্তির ওপরই আঘাত নয় বরং সমগ্র শিল্পের ওপর আঘাত। উদ্যোক্তার ওপর এমন আক্রমণ এই শিল্পের প্রত্যেক উদ্যোক্তা পরিবারকে হতবাক করেছে এবং এই ঘটনা আগামীতে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না ভবিষ্যতে সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও বিরূপ প্রভাব ফেলবে।
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে দেশের রপ্তানির প্রধান খাত পোশাক শিল্পসহ সব শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
Advertisement
পোশাক শিল্পসহ সমগ্র অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য একটি মহল অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের দ্রুত চিহ্নিত করা জরুরি। আইনের সঠিক প্রয়োগ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
উদ্যোক্তা ও শ্রমিক ভাইবোনদের অক্লান্ত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে পোশাক শিল্পসহ দেশের উৎপাদনশীল শিল্প খাতগুলো তিলে তিলে গড়ে উঠেছে। বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করেছে। দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে পোশাক শিল্প ও অন্যান্য শিল্পসহ জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকারকে শিল্প সংশ্লিষ্ট সব অংশীজনের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। নতুবা শিল্পের সুরক্ষা নিশ্চিত না করা হলে এ দেশের আগামী ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।
আইএইচও/এমআইএইচএস/জেআইএম
Advertisement