প্রতিটি ম্যাচেই ক্রিকেট দলগুলোর দল গঠনের নির্দিষ্ট কৌশল থাকে। সাধারণত ব্যাটার, অলরাউন্ডার ও বোলার- এই তিন ক্যাটাগরিতে ভাগ করে দল গঠন করা হয়। কিন্তু দলের ১১ জনই বোলার হবেন, এটা তো অকল্পনীয়। এবার সেই অস্বাভাবিক ও অকল্পনীয় ঘটনাটিই ঘটেছে ভারতের ঘরোয়া সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্টে।
Advertisement
১১ জনই বোলার, বিষয়টি পুরোপুরি এমন না হলেও কাছাকাছি বলা যায়। কারণ, মণিপুরের বিপক্ষে ম্যাচে এক ইনিংসে ১১ জন ক্রিকেটারকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আজ শুক্রবার মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা।
আন্তর্জাতিক ক্রিকেট তো নয়ই, স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতেও এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অর্থাৎ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নতুন একটি রেকর্ড হয়ে গেল। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ জনকে বোলিং করানের রেকর্ড ছিল। বিপিএলে এমন কিছু ঘটেছে ৪ বার।
For the first time in T20 cricket history, 11 bowlers were used in a single match! Delhi certainly weren’t short on bowling options in their game against Manipur! #JioCinemaSports #SMATImage courtesy: @ESPNcricinfo pic.twitter.com/O44fpzGsas
Advertisement
এই ম্যাচে আগে বোলিং করে দিল্লি। এরপর একে একে সব একাদশের সব ক্রিকেটারকে দিয়ে অন্তত এক ওভার বোলিং করান দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি।
বাদোনি নিজে ছিলেন উইকেটরক্ষক। এক সময় তিনিও গ্লাভস খুলে বল হাতে নেন। দলের ষষ্ঠ বোলার হিসেবে দুই ওভার বোলিং করেন দিল্লি অধিনায়ক। একটি উইকেটও পান তিনি। বাদোনির মতো ১টি করে উইকেট নেন আয়ুশ সিং ও প্রিয়ানাশ আরিয়া।
২টি করে উইকেট শিকার করেন হার্শ তিয়াগি ও দ্বিবেশ রথি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২০ রান করে মণিপুর।
জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখে জয় পায় দিল্লি।
Advertisement
এমএইচ/এএসএম