খেলাধুলা

আয়ে ছিলেন শীর্ষে, এক আইপিএলেই সিংহাসন হারালেন কোহলি

আইপিএল নিলাম ভাগ্য বদলে দেয় ক্রিকেটারদের। এবার ভাগ্য বদলেছে রিশাভ পান্তের। উইকেটকিপার এই ব্যাটারের দাম উঠেছে ২৭ কোটি রুপি। আইপিএলে নতুন ইতিহাস গড়ে পান্তকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। জেদ্দায় অনুষ্ঠিত নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়ে আয়ের দিক থেকে শীর্ষ ভারতীয় ক্রিকেটার বনে গেছেন পান্ত।

Advertisement

এতদিন আয়ে সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। এবার জাতীয় দলে তারই সতীর্থের কাছে সিংহাসন হারালেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।

ক্রিকেট থেকে সর্বসাকুল্যে পান্তের বার্ষিক আয় এখন ৩২ কোটি ভারতীয় রুপি। কোহলি বাৎসরিক আয় ২৮ কোটি রুপি। অর্থাৎ ৪ কোটি রুপির ব্যবধানে কোহলিকে পেছনে ফেলেছেন পান্ত।

কোহলি ও পান্তের আয়ের উৎস বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি। বিসিসিআইয়ের সঙ্গে এ-ক্যাটাগরির চুক্তিতে থাকা পান্ত বাৎসরিক ৫ কোটি রুপি পান। আর আইপিএল থেকে এ বছর পাবেন ২৭ কোটি। মোট ৩২ কোটি।

Advertisement

অন্যদিকে মেগা নিলামে নাম ছিল না কোহলির। সাবেক ভারতীয় অধিনায়ককে ২১ কোটি রুপিতে আগেই রিটেইন করে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর বিসিসিআইয়ের এ+ ক্যাটাগরির চুক্তি থেকে বার্ষিক ৭ কোটি রুপি পান কোহলি।

আগামী মার্চে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বিসিসিআই। তখন পান্তের বেতনও বাড়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জায়গায় হতে পারে এ+ ক্যাটাগরিতে। কারণ, দারুণ পারফরম্যান্স দিয়ে দিনেদিনে তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছেন পান্ত।

অন্যদিকে বিশ্বকাপ জেতার পর কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। যে কারণে তার বেতন কমতে পারে। ডানহাতি তারকা ক্রিকেটার চলে যেতে পারেন এ-ক্যাটাগরিতে।

এবারের নিলামে পান্তের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম ওঠে শ্রেয়াস আইয়ারের। তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হন ভেঙ্কটেশ আইয়ার।

Advertisement

এমএইচ/এমএস