বাইকের মাইলেজ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। বাইক নিয়ে বের হলে অনেকেই ট্যাঙ্ক ফুল করে নেন। প্রতিদিন যদি ৪-৫ কিলোমিটার বাইক চালান, তাহলে এক মাস এই পেট্রোল দিয়েই চলতে পারবেন। কিন্তু যারা দিনে ১০ থেকে ২০ কিলোমিটার রাইড করেন, তাদের ট্যাঙ্ক ১৫-২০ দিনেই খালি হয়ে যায়।
Advertisement
অনেকেই জানেন না, একটি নির্দিষ্ট স্পিডে বাইক চালালে পেট্রোল কম খরচ হয়। মাইলেজ মেলে বেশি। একবার ট্যাঙ্ক ফুল করে নিলেই সারা মাস চলে যায়।
টু হুইলার বিশেষজ্ঞরা বলেন, প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার স্পিডই আদর্শ স্পিড। এই স্পিডে বাইক চালালে সবচেয়ে ভালো মাইলেজ পাওয়া যায়। পেট্রোল কম পোড়ে। বেশি স্পিডে চালালে এবং বারবার ব্রেক কষলে পেট্রোল বেশি খরচ হয়।
মাইলেজ ভালো পেতে আরও একটি ব্যাপারে খেয়াল রাখতে হবে তা হচ্ছে গিয়ার শিফটিং। বাইক চালানোর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। বাইক কম স্পিডে থাকলে টপ গিয়ার ব্যবহার করা উচিত নয়। আবার স্পিড বেশি হলে গিয়ার টপে রাখতে হবে। স্পিডের সঙ্গে সামঞ্জস্য রেখে সবসময় বাইকের গিয়ার বদলানো উচিত।
Advertisement
সময়মতো বাইকের সার্ভিসিং করাতে হবে। যত্ন না নিলে ইঞ্জিন টিকবে না। গুরুত্বপূর্ণ পার্টসগুলো ঠিক আছে কি না, নিয়মিত দেখা জরুরি। প্রয়োজনে সেগুলো বদলাতে। সোজা কথায়, বাইকের দেখভাল করতে হবে। কারণ এটাও একটা যন্ত্র, তাই যত্ন না নিলে গড়বড় হবেই।
আরও পড়ুন
নতুন বাইক আনলো টিভিএস এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইকসূত্র: নিউজ ১৮
কেএসকে/এমএস
Advertisement