তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারে বড় ক্ষতি হতে পারে

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

Advertisement

এতো কাজের ডিভাইসটির সুরক্ষায় নানান কিছু করে থাকেন। স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে ব্যাক কাভার। তবে এগুলো স্মার্টফোনকে কতটা সুরক্ষিত করতে পারছে, সেই প্রশ্ন থেকেই যায়। দেখা যায়, স্মার্টফোনে এতে ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হয়।

স্ক্রিন প্রোটেক্টর বিশেষ করে কার্ভড স্ক্রিনের জন্য ব্যবহৃত ইউভি-কিওর্ড টেম্পার্ড গ্লাস প্রোটেক্টরের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছে তারা। এইসব প্রোটেক্টরগুলো এডজ-টু-এডজ কভারেজ প্রদান করে থাকে।

তবে স্মার্টফোন নির্মাতারা সতর্ক করছেন যে, ভুল ইনস্টলেশন অথবা লো-কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করা হলে কার্যকারিতা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা সংস্থা ভিভো এমনই তথ্য জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন এক চার্জে এই ব্যাটারি চলবে ৫০ বছর 

ভিভো আরও বলছে, স্ক্রিন প্রোটেক্টর নিরাপদ এবং মসৃণ ইউজার এক্সপেরিয়েন্সকে নষ্ট করে দিতে পারে। স্ক্রিন প্রোটেক্টর ইনস্টলেশনের সময় ব্যবহৃত ইউভি গ্লু নানা সমস্যা ডেকে আনতে পারে। এর মধ্যে অন্যতম হলো-অডিও ইন্টারফেয়ারেন্স, বাটন ম্যালফাংশন প্রভৃতি।

যেসব উপায়ে ইউভি গ্লু প্রোটেক্টর ফোন নষ্ট করে দিতে পারে চলুন জেনে নেওয়া যাক-

>> ইউভি গ্লু ব্লক করে দিতে পারে স্পিকার হোল। যার জেরে লো সাউন্ড আউটপুট অথবা অডিও ডিসটর্শনের মতো সমস্যা হতে পারে।

>> গ্লুর কারণে সাইড বাটনও আটকে যেতে পারে। অথবা ঠিকমতো কাজ না-ও করতে পারে।

Advertisement

>> ওই প্রোটেক্টর লাগানোর সময় এয়ার বাবল এলে গ্লু রিসিভার অথবা সাইড বাটনে প্রবেশ করতে পারে। যার জেরে নয়েজ সংক্রান্ত সমস্যা অথবা বাটনের সমস্যা দেখা দিতে পারে।

>> ইউভি গ্লু সিম ট্রেতে প্রবেশ করলে ট্রে আটকে যেতে পারে। ফলে সিম ঢোকানো আর বার করা মুশকিল হয়ে যাবে। এর পাশাপাশি এটি সিলিং রিংও নষ্ট করে দিতে পারে। ফলে নষ্ট হয়ে যেতে পারে ডিভাইসের ওয়াটার রেজিস্ট্যান্স।

>> ইউভি গ্লু নষ্ট করে দিতে পারে ফোনের লেদার ব্যাটারি কভার। এমনকি নষ্ট হতে পারে ক্যামেরা ফ্রেমও। আনঅথরাইজড জায়গা থেকে সঠিকভাবে স্ক্রিন না লাগানোর ফলে যে ত্রুটি দেখা দেবে, তা গ্যারান্টির আওতায় আসবে না। ব্যবহারকারীদের আসল প্রোটেকটিভ ফিল্ম ব্যবহার করতে হবে।

আরও পড়ুন পুরোনো গ্যাজেট বিক্রির আগে যা করা জরুরি  ফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস