দেশজুড়ে

সিলেটে পর্যটক হত্যায় স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটের জাফলংয়ে পর্যটক হত্যায় স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

তারা হলেন, কিশোরগঞ্জের নিকলীর ছেত্রাগুরই গ্রামের বাসিন্দা আলে ইমরানের স্ত্রী খুশনাহার, তার কথিত প্রেমিক ঢাকার মো. মাহমুদুল হাসান মাহিন ও সহযোগী নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজিরটেক গ্রামের নাদিম আহমদ নাঈম।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটের জাফলং পর্যটন স্পটের নিকটের একটি ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে খুশনাহার পলাতক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা করেন। মামলার পর পুলিশ আল ইমরানের স্ত্রী খুশনাহার, পরকীয়া প্রেমিক মো. মাহমুদুল হাসান, সহযোগী নাদিম আহমদ ও অপ্রাপ্ত বয়স্ক একজনকে গ্রেফতার করে।

Advertisement

একই বছরের ২৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জালাল উদ্দিন বলেন, পর্যটক হত্যা মামলায় স্ত্রীসহ অভিযুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপর এক আসামির বয়স বিবেচনায় শিশু আদালতে বিচারকার্য চলছে বলেন।

আহমেদ জামিল/আরএইচ/জেআইএম

Advertisement