নেত্রকোনার মদন উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিএনপির একাংশের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হল মুক্ত মঞ্চের সামনে এ বিক্ষোভ করেন।
Advertisement
এতে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী টুটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, আল মনসুরুর আলম আরিফ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামূল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেননি তারা। তাই এই দুজনের কমিটি বাতিল করতে হবে।
এইচ এম কামাল/জেডএইচ/জেআইএম
Advertisement