৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।
Advertisement
বিজ্ঞপ্তিতে এ বিসিএসে আবেদন ও প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য সময় জানানো হয়েছে। এতে মে মাসে প্রিলিমিনারি টেস্ট নেওয়ার কথা বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পিএসসি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তির ১৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
Advertisement
প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় থাকবে দুই ঘণ্টা। পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে।
আবেদন ও প্রার্থীর বয়স৪৭তম বিসিএসে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সের বিষয়ে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৪ তারিখে সব প্রার্থীর বয়স ২১-৩২ বছর হতে হবে। তাছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
এএএইচ/এমএএইচ/জেআইএম
Advertisement