আইন-আদালত

সাইফুলের হত্যাকাণ্ড: সুপ্রিম কোর্টে সাধারণ আইনজীবীদের প্রতিবাদ

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসসিবিএ এডহক কমিটির সাবেক সদস্য সচিব আইনজীবী শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে ও এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ মোহসিন রশিদ, আইনজীবী গবীন্দ চন্দ্র প্রামানিক, গৌরঙ্গ চন্দ্র রায়, মতিলাল ব্যাপারী, প্রনেশ রায়, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, রেজাউল ইসলাম রিয়াদ, জুলফিকার আলী জুনু, এস এম আবুল হোসেন প্রমুখ।

এছাড়া আইনজীবী সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে তরুণ আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Advertisement

সভায় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, জনগণের সরকারকে ব্যর্থ করার যেকোনো প্রয়াস আইনজীবী ও ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বক্তারা বলেন, সংস্কার করেই দেশ নির্বাচনের দিকে যাবে। তারা বাংলাদেশ বার কাউন্সিল এবং রাষ্ট্রকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সব দায়দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান।

এফএইচ/এমআইএইচএস

Advertisement