শিক্ষা

মালয়েশিয়ায় ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি মালয়েশিয়া সফরে গেছেন। ‘এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস’র আয়োজনে এ সফরে কিছু সমঝোতা স্মারক সই করবেন তিনি। সফরকালে ইউজিসি প্রতিনিধিদল ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষার নানা দিক, বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ান শিক্ষার সুযোগ লাভের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মালয়েশিয়ান উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাতুক সিতি হামিসাহ বিনতি তাপসির, বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এদিকে, মালয়েশিয়া সফররত ইউজিসির প্রতিনিধিদলে রয়েছেন সংস্থাটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. ফখরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার ও তাহমিনা রহমান প্রমুখ।

Advertisement

এএএইচ/এমএএইচ/জেআইএম