ভারতের মধ্য প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতার আগুনে পুড়লো অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজ্যের গুনা জেলার ফতেহগড় থানার অন্তর্গত পানহেটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় ভিল সম্প্রদায়ের লোকজন বনজারা সম্প্রদায়ের বাড়িগুলোতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার সময় অধিকাংশ গ্রামবাসী নিকটবর্তী ক্ষেতে কাজ করছিলেন। ফলে প্রাণহানি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বনজারা সম্প্রদায়ের পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
আরও পড়ুন>>
ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ, নিহত বেড়ে ৬ চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির কলকাতা পুলিশের বিরুদ্ধে বাংলাদেশি পর্যটকদের হয়রানির অভিযোগখবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Advertisement
জানা গেছে, পানহেটি গ্রামে ভিল ও বনজারা সম্প্রদায়ের মধ্যে বনভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীপাবলির সময় উভয় সম্প্রদায়ের সংঘর্ষে গলসিং ভিল ও কাল্লু বনজারা নামে দু’জন গুরুতর আহত হন। সোমবার রাতে গলসিং ভিল ইন্দোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর প্রতিশোধ নিতে ভিল সম্প্রদায়ের সদস্যরা মঙ্গলবার সকালে এই হামলা চালায় বলে অভিযোগ।
গ্রামটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও তার দল ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত চালাচ্ছেন। অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত বনজারা সম্প্রদায়ের সদস্যরা সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ত্রাণ সহায়তার দাবি তুলেছেন।
কেএএ/
Advertisement