দেশজুড়ে

ছাত্ররা যখন পারছিল না, তখন বিএনপি পাশে দাঁড়িয়েছে: সেলিম ভূইয়া

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, আমাদের ছাত্র-জনতা জুলাই বিপ্লবে দীর্ঘদিন আন্দোলন করেছেন। এই জনতা কারা ছিল? এই জনতা আদলে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদের সবকিছু দিয়ে সহায়তা করেছে।

Advertisement

তিনি বলেন, ছাত্ররা একপর্যায়ে মাঠে যখন নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। সব নির্দেশনা ছিল তারেক রহমানের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভূইয়া।

শেখ হাসিনার শাসন আমলে মানুষকে শোষণ করা হয়েছে উল্লেখ করে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, ‘তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই।’

Advertisement

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস