দেশজুড়ে

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ডালিম, সম্পাদক আহসান

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Advertisement

নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম (সভাপতি), আহসান আলী (সাধারণ সম্পাদক), মানজার আলী জোয়ার্দ্দার হেলাল (সহ-সভাপতি ), আব্দুল্লাহ আল-মামুন এরশাদ (সহ-সভাপতি), এসএম হুমায়ুন কবীর (যুগ্ম-সম্পাদক), মশিউর রহমান পারভেজ (যুগ্ম-সম্পাদক), এসএনএ হাশেমী (কোষাধ্যক্ষ), জিল্লুর রহমান জালাল (গ্রন্থাগার সম্পাদক), শাহ জামাল জামাল (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), রুবিনা পারভিন রুমা (সদস্য), বজলুর রহমান ডাবলু (সদস্য), মুহাম্মদ ইকরামুল হক (সদস্য), রাগিব আহসান (সদস্য), আশিকুর রহমান রাজ (সদস্য) ও শরিফুল ইসলাম (সদস্য)।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ১৫টি মনোনয়নপত্র উত্তোলন করে এবং জমা দেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ সভাপতি পদসহ চারটি পদে এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও পরে মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

Advertisement