আইন-আদালত

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ দুইদিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৪ আগস্ট রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে মামলায় তার সাততিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কের কুতুবখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে অংশ নেন সাইদুর রহমান ইমরান। একপর্যায়ে আন্দোলনে আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ মুন্নাসহ অন্য আসামিরা গুলিবর্ষণ করেন। তখন সাইদুরের গলায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় গত ২৮ অক্টোবর নিহতের মা লাভলী বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

জেএ/জেএইচ/এএসএম