বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Advertisement
সংস্থাটি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন:
Advertisement
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের ফলে আগামী ২ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তিনি আরও জানান, এই দুইদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এরপর থেকে তাপমাত্রা আবারও কমতে পারে।
আজ সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এসএনআর/এমএস
Advertisement