দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ

যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রকাশিত ১০১ জনের এ জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাশেদ খানকে এবং সদস্য সচিব করা হয়েছে জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে।

Advertisement

আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

সংগঠনের সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন আব্দুল্লাহ আল-মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, বিএম আকাশ, সাদেকা শাহানী উর্মী, সাহেদ মোহাম্মদ রিজভী, হাবিব আহমেদ শান, রেজওয়ান রনি, আহমদ হাকিম, মোহাম্মদ ফরিদ হাসান, দেবব্রত দাস।

Advertisement

যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সাঈদ শান, সাদমান বিন কবির, সামিউল ইসলাম শিমুল, রেজওয়ান হোসেন আকাশ, মারুফ হাসান, সাগর আহমেদ হৃদয়, আসলাম উদ্দিন রবিন, জান্নাতুল ফাতেমা অনন্যা, এসএম দেলেনুর কবির। সংগঠক হয়েছেন রুদ্র ব্যানার্জী, জুনায়েদ বিন জামান, জাহিদ হাসান, নয়ন আহমেদ, মোহাম্মদ সোয়েব আক্তার, তানভীর সংগ্রাম, মেজবাউর রহমান রামিম, ইব্রাহিম খলিল।

এছাড়া ৪৮ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

মিলন রহমান/এফএ/এএসএম

Advertisement