খেলাধুলা

আবাহনী-মোহামেডানের ঐতিহ্যের লড়াই বৃহস্পতিবার

ক্রিকেট, ফুটবল কিংবা হকি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। নব্বইয়ের দশক পর্যন্ত এ দুই দলের দ্বৈরথের উত্তেজনা ছাড়িয়ে প্রাণহানিও ঘটেছে। কালের বিবর্তনে এখন আর সেই উত্তেজনা কাজ করেনা দর্শকদের মনে। তবে তারপরও আবাহনী-মোহামেডানের খোঁজখবর সবসময়ই নেন ক্রীড়ামোদীরা। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুবাদে বৃহস্পতিবার আবারো একটি দ্বৈরথে মোকাবেলা করবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় মাঠে নামবে ঢাকার এই ঐতিহ্যবাহী দল দুটি। এবারের লিগে দারুণ দল গড়েছে আবাহনী। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন, লিটন কুমার দাস, সাকলাইন সজীব ও আবুল হোসেন রাজুর মত ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকতের মত তরুণরা। নিষেধাজ্ঞা কাটিয়ে তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন শাহাদাৎ হোসেন রাজীবও। এছাড়াও শক্তি বাড়াতে ভারত থেকে উড়িয়ে এনেছেন ম্যানভিন্দার বিসলাকে। দারুণ দল গড়লেও সে তুলনায় মাঠের পারফরম্যান্স এখনও চোখে পরেনি দলটির। পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেলেও দুটি ম্যাচে কাঠখড় পুড়িয়েই জয় পেতে হয়েছে। ব্যাটিংয়ে তামিম ধরে রেখেছেন তার ছন্দ। তবে গত কয়েক আসরের সেরা পারফরমার লিটন দাস এখনও নিজের খোলসেই রয়েছেন। বোলারদের মধ্যে পেসাররা প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলেও দারুণ বোলিং করছেন স্পিনাররা। বিশেষ করে জুবায়ের হোসেন অসাধারণ বোলিং করছেন। পাঁচ ম্যাচে ১২ উইকেট নিয়ে লিগের দ্বিতীয় সেরা বলার তিনি। তবে আবাহনীর মত তারকাবহুল দল না গড়তে পারলেও খুব বেশি পিছিয়ে নেই মোহামেডান। দলটির সমন্বয় চোখে পড়ার মত। লিগের শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন ব্যাটসম্যানরা। দারুণ ফর্মে রয়েছেন মুশফিকুর রহিম। বিদেশী তারকা উপুল থারাঙ্গা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। প্রতি ম্যাচেই ধারাবাহিক রান পাচ্ছেন এ লঙ্কান। বোলিংয়ে তাদের প্রধান শক্তি স্পিন। দারুণ ছন্দে রয়েছেন নাঈম ইসলাম, এনামুল জুনিয়র, নাঈম ইসলাম জুনিয়র ও জনিরা। পেস বোলিংয়ে প্রধান আশা মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে রয়েছেন। তাই একমাত্র নবীন পেসার শুভাশিস রায়ের উপর সকল দায়িত্ব। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে আবাহনী। গত মৌসুমের দুটি ম্যাচেই জয়ে পেয়েছে তারা। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি জয় আবাহনীর দুটি মোহামেডানের। আর সর্বশেষ ১০ ম্যাচে ছয়টি ম্যাচে জিতেছে আবাহনী আর মোহামেডান জিতেছে চারটি। তবে এ মৌসুমে আবাহনীর চেয়ে গোছানো ক্রিকেট খেলছে মোহামেডান। পয়েন্ট তালিকায়ও রয়েছে তারা সবার শীর্ষে। পাঁচ ম্যাচে চারটি জয় তাদের। অপরদিকে পাঁচ ম্যাচে তিন জয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে আবাহনী।তবে শক্তি, ইতিহাস যাই বলুক না কেন, মোকাবেলা যখন হয় আবাহনী-মোহামেডানের তখন কোন পরিসংখ্যানই কাজ করেনা। দুই দলই খেলেন তাদের সর্বোচ্চটা দিয়ে। এ প্রসঙ্গে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচের অনুভূতিটা আমাদের সবার মধ্যেই আছে। কাল মোহামেডানকে মোকাবেলা করতে যাচ্ছি। আমি নিশ্চিত মোহামেডানেরও খেলোয়াড়দের মধ্যেও একই ব্যাপার রয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। আর আমরা চেষ্টা করবো এ চ্যালেঞ্জটা নিয়ে আরও ভালো বক্রিকেট খেলতে।’অপরদিকে সাম্প্রতিক সময়ে ভালো খেললেও তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেনা মোহামেডান। এমনটাইও জানিয়েছেন মোহামেডান কোচ সোহেল ইসলাম। আবাহনীর শক্তি ও ঐতিহ্যের কথা বিবেচনা করে দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। সবমিলিয়ে তাদের দলটি ভারসাম্যপূর্ণ একটি দল। তবে আমাদের কিছু সুবিধা রয়েছে কারণ এ মুহূর্তে আমরা বেশ ছন্দে আছি। আমাদের আমাদের দলের সমন্বয় ভালো। সেক্ষেত্রে একটা আগামীকাল (বৃহস্পতিবার) একটা ভালো খেলা আশা করা যায়।’আরটি/আরআর/পিআর

Advertisement