দেশজুড়ে

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহতের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি করা হয়েছে।

রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা (পথ) মো. লিয়াকত আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের কালিকাপুর রেলক্রসিং এলাকায় পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রেলপথ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Advertisement

এফএ/এমএস