দেশজুড়ে

আধিপত্য বিস্তার নিয়ে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

ভোলার বোরহানউদ্দিনে নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

Advertisement

আহতরা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ও পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত মো. রফিকুল ইসলাম জানান, ভেলুমিয়া ইউনিয়নের জাকির মাঝির নেতৃত্বে ১০ জেলে চারদিন আগে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যান। পরে মঙ্গলবার ভোরে তারা ফেরার সময় বোরহানউদ্দিনের গঙ্গপুর তেঁতুলিয়া নদীতে আসলে সেলিম মাঝির নেতৃত্বে হামলা চালায়। এতে তাদের তিনজন গুরুতর আহত করে মাছ ও নগদ টাকা লুটপাট করে। এসময় পালিয়ে যাওয়ার সময় তারা ৪ জনকে ধরে ভেলুমিয়া নিয়ে আসেন। পরে ভেলুমিয়া নিয়ে আসলে উত্তেজিত জনতা ওই চারজনকে মারধর করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে অভিযুক্তদের মধ্যে মো. আব্বাস জানান, টর্চ লাইটের আলোকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের চারজনকে জেলেরা ধরে মারধর করলে ওই সময় বাকিরা পালিয়ে যান।

Advertisement

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস