পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ আদেশ দেন।
Advertisement
দণ্ডপ্রাপ্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা ছিলেন।
মামলা বিবরণে জানা গেছে, দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্যে কলহ চলছিল। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরে মরদেহ রেখে তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান আলী। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন জোসনার ভাই সহিদুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সোলেমানকে মৃত্যুদণ্ড দেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।
Advertisement
সফিকুল আলম/আরএইচ/এমএস