কুষ্টিয়ার কুমারখালীতে বিষ প্রয়োগে প্রায় ১৬ শতাংশ জমির ৭০টি পেঁপে গাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া গ্রামে এমনই ঘটনা ঘটেছে।
Advertisement
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, বিলকাটিয়া গ্রামের পাকা সড়কের ঢালে নিয়ামত আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিনের সবজি ক্ষেত।ক্ষেতের বেশকিছু পেঁপে গাছের পাতায় হলদে ভাব। কোনোটি আবার শুকিয়ে মরে গেছে।
ভুক্তভোগী শাহিন বলেন, সড়কের পাশে আমার প্রায় চার বিঘা কৃষি জমি। জমি সংলগ্ন প্রায় ১৬ শতাংশ সড়কের ঢালু জমি রয়েছে। সেখানে প্রতিবেশী রুস্তম আলীর কৃষক ছেলে পলাশ হোসেনকে (২৮) বিনা স্বার্থে সবজি চাষ করতে দিয়েছিলাম। প্রায় তিন বছর ওই জমিতে পলাশ লাউ, মরিচ, বেগুনসহ নানান জাতের সবজি চাষ করেছেন। মাসদুয়েক আগে পলাশের কাছ থেকে জমি নিয়ে স্থানীয় এতিমখানার জন্য নিজেই সবজি চাষ শুরু করেছি। এতে অখুশি হয়েছেন পলাশ।
কৃষক শাহিনের অভিযোগ, পলাশ শত্রুতা করে তার রোপণ করা পেঁপে গাছে ক্ষতিকারক বিষ প্রয়োগ করেছেন। এতে অন্তত ৭০টি গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। কয়েকটির পাতা শুকিয়ে গেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করবেন।
Advertisement
তবে অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন বাড়িতে রেখে গেছেন। তবে অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী মুন্নী খাতুন বলেন, ‘আগে আমরা চাষ করতাম। এখন শাহিন নিজেই এতিমখানার জন্য সবজি চাষ করছেন। চারা মরার সঙ্গে আমাদের হাত নেই।’
সরেজমিন পরিদর্শন করে চারা মরার কারণ বলা যাবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।
আল-মামুন সাগর/এসআর/এমএস
Advertisement