একুশে বইমেলা

আসছে শাহ্‌নাজ মুন্নীর গল্পগ্রন্থ ‘প্রিজন ডিলাক্স ট্যুর’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহ্‌নাজ মুন্নীর গল্পগ্রন্থ ‘প্রিজন ডিলাক্স ট্যুর’। বইটি প্রকাশ করছে কথাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

Advertisement

শাহ্‌নাজ মুন্নীর জন্ম ১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছেন। পেশায় টেলিভিশন সাংবাদিক। ১৯৯৯ সালে একুশে টেলিভিশন চালু হওয়ার সময় সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

আরও পড়ুনআসছে আরিফ জামানের ‘বেহেশতি তিরোধান’আসছে আলবেয়ার কামুর সর্বশেষ উপন্যাসের অনুবাদ

শাহ্‌নাজ মুন্নী কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য ও প্রবন্ধ লিখে থাকেন। তিনি লিখছেন ত্রিশ বছর ধরে। ‘জ্বিনের কান্না’ তার প্রথম ছোটগল্পের বই। যেটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিল। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি।

তিনি ২০০৯ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে পেয়েছেন অনন্যা সাহিত্য পুরস্কার এবং শব্দঘর নির্বাচিত সেরা বই পুরস্কার।

Advertisement

এসইউ/জেআইএম