দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে দিলো এলাকাবাসী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই আসামিকে কোম্পানীগঞ্জ থানায় নেওয়া হয়।

আবদুর রাজ্জাক চেয়ারম্যান চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জের বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আবদুর রাজ্জাককে নোয়াখালীর এক ব্যক্তি ভাটারা এলাকায় দেখে স্থানীয়দের জানায়। পরে তারা রাজ্জাককে আটক করে খবর দিলে পুলিশ তাকে ভাটারা থানায় নিয়ে যায়।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জাগো নিউজকে বলেন, এলাকায় পুলিশি অভিযানে আসামিরা গা-ঢাকা দিয়েছে। গ্রেফতার আবদুর রাজ্জাককে আবদুল মতিন তোতা হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কী মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ২৭ আগস্ট বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে চরএলাহী বাজারে কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ৩০ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে ইমাম উদ্দিন সবুজ আবদুর রাজ্জাকসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

Advertisement