সিনেমা নির্মাণ ও কর্মশালা পরিচালনার জন্য আট চলচ্চিত্র নির্মাতাকে বাছাই করতে সার্চ কমিটি গঠনের কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই মোস্তফা সরয়ার ফারুকী স্পষ্ট ভাষায় বলেছেন, দৃশ্যমান পরিবর্তন আনতে চান তিনি। সে লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সাতটি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে একটি হলো—‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। এর আওতায় দেশের আটটি বিভাগীয় শহরের ১০ জন করে মোট ৮০ জনকে করানো হবে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা।
Advertisement
সার্চ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। এছাড়া বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব।
এছাড়া কমিটিতে মন্ত্রীপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য হিসেবে আছেন।
তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা এবং নবতরঙ্গ সৃষ্টি করার লক্ষ্যে গত ২১ নভেম্বর সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে- ‘রিমেম্বারিং মুনসুন রেভল্যুশন’, ‘তারুণ্যের উৎসব’, ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, ‘ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প’, ‘বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প’, ‘জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন’ এবং ‘শো-ক্রিয়েটর ওয়ার্কশপ’।
Advertisement
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রোববার রাতে ফেইসবুকে লেখেন,আমাদের সাতটা প্রায়োরিটি প্রোগ্রামের একটা ‘রিমেম্বারিং মুনসুন রেভুলুশন'। এর একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে ৮ বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা।প্রতি বিভাগে ১০ জন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার।
‘এই আট ফিল্মমেকার একই সাথে একটা করে ৪০ মিনিট দৈর্ঘ্যের ছবি বানাবেন- যে ছবিগুলো জুলাই মাসে রিমেম্বারিং মুনসুন রেভুলেশন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে। পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসাবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা।’
আরও পড়ুন ফারুকীকে সাহস জুগিয়েছেন যে কোরীয় মন্ত্রী ‘শাপলা চত্বর’ ইস্যুর জবাব দিলেন ফারুকীসার্চ কমিটির কী কাজ- তার ব্যাখ্যায় ফারুকী বলেন, এই ৮টি ওয়ার্কশপ কারা নিবেন এবং ভিজ্যুয়াল কনটেন্টগুলো কারা বানাবেন এটা নির্বাচন করার জন্য সার্চ কমিটি গঠিত হয়েছে। আমি তাকিয়ে আছি আজ থেকে পাঁচ বছর পরে যেন এটা শুনতে পাই কোন একজন ফিল্ম মেকার হয়তো এসে আমার সঙ্গে দেখা করে বলবেন- ‘ভাই, আমি একটা ছবি বানিয়েছি। আপনারা যে একটা ওয়ার্কশপ করেছিলেন অমুক বিভাগে, আমি ওইটাতে পারটিসিপেট করেছিলাম। আমি বিশ্বাস করি যে ৮০ জন ওয়ার্কশপ পার্টিসিপেন্টকে নিয়ে ৮জন ফিল্মমেকার ওয়ার্কশপ করবেন, এই ৮০ জনের মধ্যে কমপক্ষে ৫০ জন নিজেরা ফিল্মমেকার হয়ে দাঁড়াবেন। এই আগুনটাই আমরা ছড়িয়ে দিতে চাই।
এমআই/জিকেএস
Advertisement