রাজধানীর উত্তর বাড্ডায় মিডসিটি স্কুলের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) স্কুল ক্যাম্পাসে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
Advertisement
‘উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি, স্ট্রোক-হার্ট অ্যাটাক ও কিডনি রোগ প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
সেবাগ্রহীতাদের জন্য বিনা মূল্যে ব্যবস্থাপত্র, ব্লাড গ্রুপিং, ওজন পরিমাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হয় ।
স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পে সহযোগিতায় ছিলেন মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যাথা, চর্ম -যৌন ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৌকির আহমেদ। চিকিৎসকের পাশাপাশি ক্যাম্পে উপস্থিত ছিলেন একঝাঁক মেডিকেল ফেসিলিটেটর, মিডসিটি স্কুলের পরিচালক ও স্বেচ্ছাসেবকরা।
Advertisement
বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসী। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীরা বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান।
মিডসিটি স্কুলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি ।’
মিডসিটি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. এ কাইয়ুম বলেন, ‘আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায় আছে। সাধ্য অনুযায়ী সমাজের জন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এমএমএআর/জেআইএম
Advertisement