ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চালানো সীমিত করার বিষয়ে হাইকোর্টের আদেশের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সরকার।
Advertisement
রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
আরও পড়ুননির্বাচন কবে সে ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা, বাকিদের কথা নিজস্ব প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আপিলের সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিবাচক সিদ্ধান্ত পাবো।
Advertisement
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখন আদালতে আছে। সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায়।
এমওএস/কেএসআর