আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, আমার বিশ্বাস, ২০২৪ সালে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মিত্রদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই তা একপ্রকার নিশ্চিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জালুঝনি। এমন এক সময়ে তিনি এই কথাগুলো বললেন, যার মাত্র কয়েক দিন আগে রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।

জবাবে রাশিয়াও বিশ্বে যুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে, রাশিয়া নিয়মিতই ইউক্রেন বিভিন্ন ধরনের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও থাকবে।

এমন পরিস্থিতিতে জেনারেল জালুঝনি বলেন, ২০২৪ সালে এসে ইউক্রেন শুধু রাশিয়াকেই মোকাবিলা করছে না। বরং তাদের মিত্র চীন উত্তর কোরিয়া ও ইরানকেও মোকাবিলা করতে হচ্ছে।

Advertisement

‘ইউক্রেনের বিরুদ্ধে এখন উত্তর কোরিয়ার সেনারাও যুদ্ধ করছেন। আবার ইরানি শাহেদ ড্রোন উন্মুক্তভাবে ইউক্রেনের সাধারণ মানুষ হত্যা করছে। উত্তর কোরিয়া ও চীনের অস্ত্রও ইউক্রেনে আঘাত হানছে।’

মিত্রদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জালুঝনি বলেন, আমাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত। এখনো এই যুদ্ধে ইতি টানা সম্ভব। কিন্তু আমাদের মিত্ররা যেন তা বুঝতেই চাইছে না। এটা স্পষ্ট যে, ইউক্রেনের শত্রুর সংখ্যা এখন অনেক। এই যুদ্ধে আমাদের একা টিকে থাকা বা জয় পাওয়া খুব কঠিন।

এর আগেও এই যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন জালুঝনি। গত বছর দ্য ইকোনমিস্টে লেখা একটি নিবন্ধেও তিনি যুদ্ধ পরিস্থিতিকে প্রথম বিশ্বযুদ্ধের মতো অচলাবস্থার সঙ্গে তুলনা করেন, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষুব্ধ করে তোলে। এর জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বরখাস্ত হতে হয় জালুঝনিকে।

সূত্র: এনডিটিভি

Advertisement

এসএএইচ