ভিত্তিমূল্য ছিল ২ কোটি। সেখান থেকে ঝড়ের গতিতে বাড়তে থাকে ভেঙ্কটেশ আয়ারের দাম। শেষ পর্যন্ত ঘরের ছেলেকে রেখে দিলো কলকাতা নাইট রাইডার্স, পৌনে ২৪ কোটি (২৩ কোটি ৭৫ লাখ) রুপিতে।
Advertisement
নিলামে কলকাতা নাইট রাইডার্সই (কেকেআর) প্রথম বিড করেছিল আয়ারের জন্য। মধ্যপ্রদেশের এই অলরাউন্ডারের দিকে হাত বাড়ায় লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের মধ্যে দর কষাকষি চলতে থাকে। লখনৌ ৬ কোটি হাঁকায়। কেকেআর যায় ৭ কোটি ৭৫ লাখে।
এর মধ্যে ঢুকে পড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু হয় কেকেআরের সঙ্গে তাদের লড়াই। বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে গিয়ে ঠেকে ভেঙ্কটেশের দাম।
কেকেআর এমন দাম হাঁকায়। শেষ মুহূর্তে সরে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআরই রেখে দেয় ভেঙ্কটেশকে।
Advertisement
এমএমআর/জিকেএস