একুশে বইমেলা

আসছে মাহদী মল্লিকের ‘তোমারে নিয়াই যতো গুঞ্জন’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি মাহদী মল্লিকের কবিতার বই ‘তোমারে নিয়াই যতো গুঞ্জন’। বইটি প্রকাশ করছে বই অঙ্গন প্রকাশন। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

Advertisement

প্রকাশক জানান, অনলাইনে মাহদী মল্লিকের কবিতার বইটির প্রি-অর্ডার শুরু হবে শিগগির। তাই কবি ও কবিতার জন্য শুভ কামনা রইলো। আশা করি কবিতাগুলো সবার ভালো লাগবে।

‘তোমারে নিয়াই যতো গুঞ্জন’ কবির তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০২১ সালে কাব্যগ্রন্থ ‘সাপলুডুর রঙ্গমঞ্চ’ এবং ২০২৩ সালে কাব্যগ্রন্থ ‘টং দোকানে কর্তামশাই’ প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুনআসছে আলবেয়ার কামুর সর্বশেষ উপন্যাসের অনুবাদআসছে ইলমা বেহরোজের ‘শৈলচূড়ায় চাঁদের হাসি’

বইটি সম্পর্কে কবি মাহদী মল্লিক বলেন, ‘তোমারে নিয়াই যতো গুঞ্জন’ মূলত প্রেমের কবিতার বই। ৩ ফর্মার বইয়ের সব কবিতাই প্রেমের। আশা করি আগের দুটি বইয়ের মতো এবারের কবিতাগুলোও ভালো লাগবে সবার।’

Advertisement

কবি মাহদী মল্লিক কবিতায় সৃষ্টি করেছেন নিজস্ব এক ভাষা। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে তার প্রতিভা। সহজ ভাষায় গভীর এক অর্থ খুঁজে পাওয়া যায় তার কবিতায়।

এসইউ/জেআইএম