জাতীয়

সারাদেশে মাঝারি কুয়াশা পড়ার আভাস

অগ্রহায়ণের শুরু থেকে সারাদেশেই তাপমাত্রা কমতে শুরু করেছে। এরই মধ্যে দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী ২ থেকে ৩ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

রোববার (২৪ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন তাপমাত্রা আরও কমে যাবে। এরই মধ্যে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমেছে। লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বরের দিকে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement

আরএএস/এমআইএইচএস/এমএস