জাতীয়

সরকারি চাকরিতে বড় নিয়োগ, দুপুরে ঘোষণা করবেন সচিব

সরকারি চাকরিতে বড় নিয়োগ আসছে। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টায় এ বিষয়ে ঘোষণা দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

Advertisement

রোববার (২৪ নভেম্বর) সকালে ‘বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রসঙ্গে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রেস ব্রিফিং করবেন বলে মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মোট পদ ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ টি। এরমধ্যে কর্মকর্তা কর্মচারী আছেন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন। চার লাখ ৭৩ হাজার একটি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন

Advertisement

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

আরএমএম/এসআইটি/এমএস

Advertisement