ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
Advertisement
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান। তিনি জানান, বিশিষ্ট সম্পাদক নূরুল কবীর সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। আমরা এ ঘটনায় গভীরভাবে দুঃখিত।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের কোনো সাংবাদিকের প্রতি কোনো ধরনের হয়রানি সহ্য করবে না। নূরুল কবীর আমাদের অন্যতম শ্রদ্ধেয় সম্পাদক, যুক্তির পক্ষে সোচ্চার কণ্ঠস্বর এবং সাংবাদিকতার নৈতিকতার শীর্ষস্থানীয় একজন চ্যাম্পিয়ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
এমএসএম
Advertisement