বিনোদন

আত্মপ্রকাশ করলো থিয়েটারশিল্পীদের নতুন সংগঠন

 

আত্মপ্রকাশ করলো থিয়েটারশিল্পীদের সংগঠন থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (টিএএডি)। আজাদ আবুল কালামকে সভাপতি ও সাইফ সুমনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Advertisement

গতকাল (২২ নভেম্বর) শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ছিল টিএএডির প্রথম সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন নিবন্ধিত ১৭০ সদস্যের ৮০ জন। তাদের মতামতের ওপর ভিত্তি করে সংগঠনটির ১৩ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর থাকবে।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি আজাদ আবুল কালাম, সহসভাপতি আইরিন পারভীন লোপা, সাধারণ সম্পাদক সাইফ সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ইমন, কোষাধ্যক্ষ শামীম সাগর, দপ্তর সচিব আসাদুল ইসলাম, গণসংযোগ সম্পাদক নাজনীন হাসান চুমকি, অনুষ্ঠান সম্পাদক অপু শহীদ, কল্যাণ সম্পাদক কাজী রোকসানা রুমা, ক্লাব সম্পাদক এ কে আজাদ সেতু ও নির্বাহী সদস্য করা হয়েছে অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্জিতা শারমীন পিয়াকে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘টিএএডি’র মূল লক্ষ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটারচর্চায় মঞ্চে এবং মঞ্চ-নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ ও দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ, শৈল্পিক দক্ষতা উন্নয়নে তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। সেই তাগিদ থেকেই মূলত ‘থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন:কাদের ঘরে চুলা জ্বলেনি বলে আক্ষেপ করলেন বেবী নাজনীনএবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসবফজলুর রহমান বাবুর জুটি হয়ে অভিনয়ে ডাক্তার সাবরিনা

সংগঠটি জানায়, এটি কোনভাবেই থিয়েটার দল বা থিয়েটার দলগুলোকে নিয়ে গঠিত কোনো সংগঠনের সাথে সাংঘর্ষিক নয়। এটি কেবল ব্যক্তির সংগঠন। ঢাকা মহানগরে অন্তত পাঁচ বছর নিয়মিত নাট্যচর্চায় যুক্ত যে কোনো নাট্যশিল্পী (অভিনেতা, নির্দেশক, নাট্যকার, ডিজাইনার, নেপথ্য মঞ্চশিল্পী) এই সংগঠনের সদস্য হওয়ার আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি সদস্য একজন একক ব্যক্তি হিসেবে যুক্ত হতে পারবেন। তিনি কোনো থিয়েটার দলের প্রতিনিধিত্ব করতেও পারেন, আবার নাও পারেন। তবে তাকে অবশ্যই ঢাকা মহানগরের থিয়েটার সংশ্লিষ্ট কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।

এমএমএফ/আরএমডি/জেআইএম