খেলাধুলা

১৪ বছর পর আবার গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টেস্ট মর্যাদা পাওয়ার আগের সময় বাংলাদেশের ক্রিকেটে জাতীয় লিগ ছিল না। তবে জাতীয় চ্যাম্পিয়নশিপ ছিল। তখন বিভাগীয় পর্যায় নয়, জেলা পর্যায়ে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা বা ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হতো বছর বছর।

Advertisement

১৯৯৮-৯৯ থেকে প্রথম তিনদিনের জাতীয় লিগ চালু হলো। আর সেটাই পরের বছর মানে ১৯৯৯-২০০০ মৌসুমে চারদিনের জাতীয় লিগ হলো। সেটি দেশের একমাত্র ও প্রথম ফার্স্টক্লাস ক্রিকেট আসর হিসেবে মর্যাদাও পেলো। যা এখন এনসিএল নামে চলছে।

এই দীর্ঘ পরিসরের আসরের সাথে শুরু থেকেই একটি ওয়ানডে টুর্নামেন্টও হতো। সেটা ৪ দিনের আসর শেষ হওয়ার পর পরই মাঠে গড়াতো। যা একটানা ২০১০ সাল পর্যন্ত চলেছে।

তারপর জাতীয় লিগের সাথে বিসিএল শুরু হওয়ায় আসলে ওই সাদা বলের জাতীয় লিগ বন্ধ হয়েছে। পাশাপাশি দুই-একবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাটেও হয়েছে।

Advertisement

২০১০ সালে জাতীয় লিগ দীর্ঘ পরিসরের পাশাপাশি টি-টোয়েন্টি আসর হয়েছিল। তারপর প্রায় ১ যুগ জাতীয় লিগ আর বিসিএল হয়েছে শুধু দীর্ঘ পরিসরের ফরম্যাটে।

এবার দীর্ঘ দিন ১৪ বছর পর জাতীয় লিগে টি-টোয়েন্টি ফরম্যাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১১ ডিসেম্বর জাতীয় টি-টোয়েন্টি আসর শুরু হবে।

যথারীতি এনসিএলের ৭ বিভাগীয় দলের (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর) পাশাপাশি ঢাকা মেট্রোসহ মোট ৮ দল অংশ নেবে এ টি-টোয়েন্টি আসরে।

এবারের জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামি ব্যাংক। আজ শনিবার বিকেলে স্থানীয় এক পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসর শুরুর ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির অন্যতম পরিচালক ফাহিম সিনহাও এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী পাওয়ার্ড সবাই স্পন্সর ওয়ালটন হাই টেকে ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খানও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১১ ডিসেম্বর থেকে সিলেট বিভাগীয় ও তৎসংলগ্ন সিলেট আউটার স্টেডিয়ামে শুরু হবে গ্রুপপর্বের খেলা। আর ২৪ ডিসেম্বর ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দেশের একমাত্র টিভি স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ এ প্রতিযোগিতার অন্তত ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলেও জানানো হয়েছে।

এআরবি/এমএমআর/জেআইএম