দেশজুড়ে

কার্যক্রমের ওপর নির্বাচন কমিশনের মূল্যায়ন নির্ভর করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর নির্ভর করছে মানুষ তাদের কিভাবে মূল্যায়ন করবে। জনগণ আশা করছে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা করার দরকার সেটি করবেন। যত দ্রুত সম্ভব জনগণের অধিকার আদায়ের সুযোগ দেবেন।

Advertisement

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের মালিকানা জনগণ যাতে ফেরত পায় সে পরিবেশ সৃষ্টি করবেন। তাহলে আমরা বুঝতে পারব তারা কী ধরণের শক্তিশালী, মেরুদণ্ড কতটুকু শক্ত। নির্বাচন কমিশন কী করবে আগামী দিনই বলে দেবে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনও নাকি ষড়যন্ত্রমূলক ছিল। ২০১৪ ছিল ভোটার বিহীন। ২০১৮ ছিল নৈশ ভোটের নির্বাচন। আর ২০২৪ হয়েছে আমি আর ডেমির নির্বাচন। এবার জনগণ আসল নির্বাচন চায়। যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে।

Advertisement

অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ও আজিজুর রহমান কাজলের সঞ্চালনায় সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ,  প্রমুখ বক্তব্য রাখেন।

কাউন্সিলে পাঁচ পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৫৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

Advertisement