দেশজুড়ে

শাহজাহান ওমরসহ ২০০ জনের নামে মামলা

ঝালকাঠির রাজাপুরে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ (বীর উত্তম) ৫৩ জনের নামে থানায় মামলা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ শুক্রবার রাতে এ মামলা করেন।

Advertisement

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান, মিলন মাহমুদ বাচ্চু, পদ্মা কোম্পানির পরিচালক মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান বাপ্পী, ছাত্রলীগ সভাপতি বাবু, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজিসহ ৫৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দেড়শতাধিক আসামি করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ নভেম্বর কর্মীসভায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহজাহান ওমরের নেতৃত্বে উপজেলা বিএনপি অফিসে হামলা চালানো হয়। এসময় আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ালে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। আসামিদের হামলা ও ভাঙচুরে বিএনপি অফিসের ক্ষয়ক্ষতি হয়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করেন তিনি।

আবুল কালাম আজাদ জানান, আমি নেতাকর্মীদের নিয়ে কর্মীসভার আয়োজন করলে সেখানে শাহজাহান ওমরের নেতৃত্বে দুই শতাধিক লোকে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুর করে। এসময় কয়েকজন নেতাকর্মী আহতও হয়েছিলেন।

Advertisement

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। এতে শাহজাহান ওমরসহ ৫৩ জনের নাম উল্লেখ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবশেষ তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য হয়েছিলেন।

জেডএইচ/এএসএম

Advertisement