পার্থ টেস্টে পিচের চরিত্র হঠাৎ আমূল বদলে গেলো। যে পিচে প্রথম দিনে রীতিমত ধুঁকছিলেন ব্যাটাররা, সে পিচে দ্বিতীয় দিনে বোলাররা হা-হুতাশ করে মরলেন!
Advertisement
প্রথম দিনে ২১৭ রান তুলতে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছিল ১৭টি। দ্বিতীয় দিনে সাকুল্যে পড়েছে ৩ উইকেট, রান হয়েছে ২০৯।
এর মধ্যে ভারতের দুই ওপেনার জসশ্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল মিলেই গড়ে ফেলেছেন অবিচ্ছিন্ন ১৭২ রানের জুটি। দ্বিতীয় দিন শেষে জয়সওয়াল আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ৯০ রানে অপরাজিত তিনি। রাহুল অপরাজিত ৬২ রানে।
১৯৮৬ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুই ওপেনারই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
Advertisement
এর আগে প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারত বিনা উইকেটে ১৭২ তোলায় লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।
এমএমআর/এএসএম