বিনোদন

মারা গেছেন ‘লাল পাহাড়ির দেশে’র গীতিকবি

চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের গীতিকার কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার (নভেম্বর) গভীর রাতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কবি। তার বয়স হয়েছিল ৮০।

Advertisement

অরুণ চক্রবর্তীর পরিবার সূত্রে জানা গেছে, শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন অরুণ চক্রবর্তী। ফলে কিছুটা ঠান্ডা লেগেছিল তার। কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা দেখা দেয়।

জানা গেছে, অরুণ চক্রবর্তীর মরদেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে মুক্তমঞ্চে তকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তার ভক্তরা সেখানে গিয়েই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আজ শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে।

‘লাল পাহাড়ির দেশে যা’ এ গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। তবে অনেকেই এর গীতিকার-সুরকারের নাম জানেন না। কবি অরুণ চক্রবর্তীর খ্যাতি এনে দিয়েছিল এ গান। এটি প্রথমে কবিতা ছিল। পরে গান হয়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এ গানটির সুরকার ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন:

কাদের ঘরে চুলা জ্বলেনি বলে আক্ষেপ করলেন বেবী নাজনীন সংসার ভাঙার দুদিন পর সুখবর দিলেন এ আর রহমান 

বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। তিনি পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায় ঘুরে বেড়াতেন। তিনি ‘লাল পাহাড়ের’ গানের মাঝেই বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানষের কাছে অমর হয়ে থাকবেন। তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। শত ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা করতেন অরুণ চক্রবর্তী।

এমএমএফ/এমএস

Advertisement