বিনোদন

নায়িকা হয়ে প্রশংসিত গায়িকা আরিয়ানা গ্রান্ডে

চলতি বছরের জানুয়ারিতে ‘উইকড’ ছবির কাজ শেষ হয়। গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনির স্টেট থিয়েটারে ছবিটির প্রিমিয়ার হয়েছে। সেখানে সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে এ ছবি।

Advertisement

ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। তিনি এ সিনেমার নায়িকা হয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। তার অভিনয় সবাই পছন্দ করেছেন। ২২ নভেম্বর ছবিটি মুক্তি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। এটি দেখানো হচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গ্রান্ডে বলেন, ‘প্রথমদিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ আমার কাছে ‘গ্লিন্ডা’ চরিত্র সম্পর্কে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাই দর্শকের কাছে এ চরিত্রটি আমি কতটা ফুটিয়ে তুলতে পারবো এ নিয়ে চিন্তিত ছিলাম। কারণ আমি সংগীতের মানুষ। আমার ভক্তরা আমাকে এ চরিত্রে দেখে কতটা আনন্দ পাবে, তা নিয়েও ভাবনা ছিল। আমাকে যারা মূলত পপ তারকা হিসেবে জানেন, তাদের পক্ষে এ চরিত্রটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে’।

আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকড’। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামের স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

Advertisement

ইউনিভার্সাল পিকচার্স এবং মার্ক প্ল্যাট, যারা দুজনেই স্টেজ মিউজিক্যাল প্রযোজনা করেছেন। গল্পের মহাকাব্যের চাহিদা মেটাতে ছবিটিকে দুটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোন গান এবং প্রধান প্লট পয়েন্ট কাটা ছাড়াই। উভয় চলচ্চিত্রের মূল চিত্রায়ন ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে শুরু হয়েছিল, কিন্তু ২০২৩ সালের হলিউড ধর্মঘটের কারণে ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন:

সার্জেন্ট রক হয়ে আসছেন ড্যানিয়েল ক্রেগ নোলানের তারকাবহুল সিনেমায় থাকছেন ব্যাটম্যান তারকাও সান্তা অপহরণ, খুঁজছেন ‘রক’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা’

জন এম চু নির্মিত ‘উইকড’সিনেমায় আরও অভিনয় করেছেন জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ, জেফ গোল্ডব্লাম প্রমুখ।

এলএ/এমএমএফ/এমএস

Advertisement