খেলাধুলা

রানআউট হজ, ৩ উইকেটে ১০০ পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ

টানা দুই ওভারে তাসকিন আহমেদ শুরুতে দুটি উইকেট নিয়ে দলের মধ্যে চাঞ্চল্য ফিরিয়েছিলেন; কিন্তু ওই পর্যন্তই। ওয়েস্ট ইন্ডিজের পরের দুই ব্যাটার মিলে শুরুর দুই ধাক্কা সামাল দেন। ৫৯ রানের জুটি গড়ে তোলেন ওপেনার মিকাইল লুইস এবং কেভাম হজ।

Advertisement

অবশেষে রানআউটের শিকার হলেন হজ। দলীয় ৮৪ রানের মাথায় তাইজুলের ক্ষিত্র গতির ফিল্ডিংয়ে লিটন দাস স্ট্যাম্প ভেঙে দিলে ২৫ রান কনে রানআউট হয়ে বিদায় নেন কেভাম হজ। ৬৩টি বল খেলেন তিনি।

৮৪ রানে ৩ উইকেট পড়লেও ক্যারিবীয়রা ঠিকই এগিয়ে যাচ্ছে বড় স্কোরের দিকে। ৩ উকেট হারিয়েই ১০০ পার হয়ে গেছে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির দিকে ছুটছেন মিকাইল লুইস।

দ্বিতীয় সেশনের বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬। ১৬৬ বলে ৭১ রান নিয়ে ব্যাট করছেন মিকাইল লুইস। ৪৯ বলে ১৩ রান নিয়ে তার সঙ্গী আলিক আথানাজে।

Advertisement

এর আগে টস হেরে ব্যাট করতে শুরু থেকেই বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। কোনোভাবেই রান দিতে রাজি ছিলেন না হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা। আবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দৃঢ়তায় তারা উইকেটও পাচ্ছিলেন না।

অবশেষে ১৪তম ওভারে সফলতার দেখা পেলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শিবিরে প্রথম আঘাত হানলেন। তুলে নিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার।

তাসকিনের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন ব্রাথওয়েট। তাতে কোনো লাভ হয়নি। ডিআরএস কথা বলেছে বাংলাদেশের পক্ষেই। ৩৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান ব্রাথওয়েট। দলীয় রান তখন ২৫।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আইএইচএস/এমআরএম