কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী আল আমিন ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লুটপাট, মারামারি ও সস্ত্রাসী কর্মকাণ্ডসহ ছয়টি মামলা রয়েছে।
Advertisement
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আল আমিন (৩৩) ও বাবুল মিয়ার ছেলে আবুল কাশেম (৩৪)।
কুমিল্লা র্যাব-১১ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত গভীর রাতে আদর্শ সদর উপজেলার সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগী আবুল কাশেমকে আটক করা হয়। পরে তাদের দেখানো তথ্যমতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। এদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর গুলিবর্ষণের তথ্য রয়েছে।
দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আল আমিনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। দুজনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর