ক্যাম্পাস

টাইমস র‌্যাংকিংয়ে দেশে দ্বিতীয় চবি, বিশ্বে ৩০১তম

বিজ্ঞানে মানসম্পন্ন যৌথ গবেষণার জন্য বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ‘টাইমস ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিং ২০২৫’-এ বিশ্বে ৩০১তম এবং দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে প্রকাশিত এই র‌্যাংকিংয়ে বিশ্বের ৭৫০টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষভাবে সফলতা দেখিয়েছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্র, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণায়। এছাড়া আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজের পরিধি অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে। দেশের সাতটি বিশ্ববিদ্যালয় এবার বৈশ্বিক র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে, যার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এবারের র‌্যাংকিংয়ে শীর্ষ তিনটি অবস্থান দখল করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

Advertisement

গবেষণাপত্রের সংখ্যা ও মান, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প, গণমাধ্যমে গবেষণার উপস্থিতি, চলমান প্রকল্পে বিনিয়োগ এবং শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রমের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রস্তুত করা হয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও চারটি আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে।

আহমেদ জুনাইদ/এসআর/এএসএম