তথ্যপ্রযুক্তি

ঠিকানাহীন চিঠিতে মনের কথা

তানজিদ শুভ্র

Advertisement

প্রযুক্তির ছোঁয়ায় হাতে লেখা চিঠি যেন কমতে বসেছে। রানারের খাকি খামে আর জমে থাকে না প্রিয়জনের পাঠানো স্মৃতির চিঠি। রানারের ডাকে হয়তো প্রেরক গ্রহণ করে দাপ্তরিক কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র।

সময়ের পালাবদলে চিঠি লেখার মাধ্যমেও এসেছে নতুনত্ব। মুঠোফোনের খুদে বার্তা, বৈদ্যুতিক মেইল কিংবা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জারও গতানুগতিক মাধ্যমে পরিণত হয়েছে। নিয়মিত আদান প্রদানে আর সহজলভ্যতায় বহুমুখী এসব যোগাযোগ মাধ্যমেও চিঠি লেখার আবেদন থাকে না অতখানি। এসব মেসেজে অনুভূতির গভীরতা যেন কমতি থাকে তাৎক্ষণিক প্রত্যুত্তর পেয়ে। চিঠি দিয়ে ফিরতি চিঠি পাওয়ার অপেক্ষা যেন আর অনুভব হয় না।

তবে গত কয়েক বছরে অনলাইন দুনিয়ায় বেশ সাড়া ফেলছে বেনামি পত্র দেওয়ার মাধ্যমগুলো। কতগুলো প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে একজন নিবন্ধিত ব্যবহারকারীকে যে কেউ নিজের নাম, পরিচয় গোপন রেখেই অনলাইনে লিখতে পারে। বেনামি পত্র পেতে অনেক আগ্রহ দেখা যায় অধিকাংশ নেটিজেনের মধ্যে।

Advertisement

বেশ কয়েকটি বেনামি পত্র পাঠানোর সাইটের মধ্যে অন্যতম হচ্ছে- হাসআপ, কুবুল,এনজিএল প্রভৃতি। তবে সম্প্রতি নেটিজেনদের সঙ্গে পরিচয় হয় নতুন বেনামি পত্রের সাইটের। ‘চিঠি ডট মি’ নামে নতুন এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক। নাম পরিচয় গোপন রেখে বার্তা পাঠানোর পাশাপাশি অ্যাপের ডিজাইন আকৃষ্ট করছে ব্যবহারকারীদের।

চলতি মাসের ৮ তারিখে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডট মি নামে অ্যাপটি। এরই মধ্যে প্রায় ৫০ হাজার বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপে পুরোনো দিনের বাদামি রঙের কাগজের মাঝে চিঠি লেখা যাচ্ছে। পাশাপাশি হাতের লেখার অনুরূপ ফন্টও বেশ আকর্ষণীয়।

পুরোনো দিনের কাগজের প্রতিকৃতির পাশাপাশি নোটপ্যাডের মতোও কাগজ রয়েছে। প্রেরক তার পছন্দ মতো ডিজাইন পছন্দ করে চিঠি লিখতে পারছে এখানে। চিঠিগুলো প্রাপক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারছেন।

অধিকাংশ ব্যবহারকারী নিজেদের সম্পর্কে বিভিন্ন মতামত জানতে চাচ্ছেন ইনবক্সের ঠিকানা শেয়ার করে। হয়তো প্রেরকের নাম উল্লেখ না থাকায় সহজে জানা যাচ্ছে না কে লিখছে এই চিঠি। তবে নিজের সম্পর্কে ছোট ছোট বাক্যে মন্তব্য পড়তে কার না ভালো লাগে! কাছের বন্ধু যদি বেনামি পত্রও লিখে তবে হয়তো লেখার ধরণ, শব্দ চয়নে খুব সহজেই প্রাপক প্রেরককে আন্দাজ করে নিতে পারে। অনেক সময় কাছের বন্ধুকেও অনেক কথা বলা হয়ে ওঠে না। বেনামি পত্রের এই সময়ে এসে না বলা অনেক কথাই জানানো যাচ্ছে প্রিয়জনকে। হয়তো প্রাপক বার্তা দেখে চিনতে পারছে, কখনো বা অচেনা থেকে যাচ্ছে আড়ালের প্রেরক।

Advertisement

‘চিঠি ডট মি’ অ্যাপটি তৈরি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। চিঠি ডট মি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

নিভৃতে লেখা চিঠির প্রত্যেক অক্ষরে মিশে থাকে মানুষের মনের গোপন রহস্য, অপ্রকাশিত আবেগ, প্রতিভার স্ফুরণ, সময়ের ইতিহাস। প্রিয়, দূরের ডাকবাক্স অবধি পৌঁছাতে না পারলেও চিঠি দিও ডিজিটাল এনভেলাপে, নামে কিংবা গোপনে। মোবাইলের পর্দায় ভেসে আসা প্রজ্ঞাপনে আলতো ছোঁয়ায় ভেসে উঠুক মনের কথা।

আরও পড়ুন গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলবেন যেভাবে  গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে 

লেখক: শিক্ষার্থী ও ফিচার লেখক

কেএসকে/জিকেএস