শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশের সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামানের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গণহত্যা, গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলোর ছবি উপস্থাপন করা হচ্ছে।
Advertisement
এতে সহযোগিতা করছেন মোহাম্মদ মাসউদ হোসেন শিপন, মাহির আসিফ, সাখাওয়াত শাকিব নিলয়, মেহেদী হাসান, নাঈম মোরসালিন, আহাদ রহমান, আলামিন, মিঠু সরকার, কাজী জোনায়েদ, হাছিবুর রহমান, প্রিন্স, খালিদ সাইফুল্লাহ, তানভির রহমান, সাজ্জাদ খান, ইফতেখার আহমেদ, হৃদয় আহসান এবংতাজুল ইসলাম। নাঈম আহমদ শুভ/এসআর