আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বাংলাদেশের কৃষি- ১ম পর্ব

সবুজ-শ্যামল বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের প্রধান অর্থকরী ফসল পাট। যা থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কৃষিভিত্তিক উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই বাংলাদেশের কৃষি নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব।১. প্রশ্ন : কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?উত্তর : পলি মাটি।২. প্রশ্ন : বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কী?উত্তর : পাট।৩. প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কী?উত্তর : চা।৪. প্রশ্ন : বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?উত্তর : চতুর্থ।৫. প্রশ্ন : পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?উত্তর : প্রথম।৬. প্রশ্ন : সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?উত্তর : ময়মনসিংহ।৭. প্রশ্ন : রবিশস্য বলতে কী বোঝায়?উত্তর : শীতকালীন শস্যকে।৮. প্রশ্ন : খরিপ শস্য বলতে কী বোঝায়?উত্তর : গ্রীষ্মকালীন শস্যকে।৯. প্রশ্ন : বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?উত্তর : ২১.৯১%।১০. প্রশ্ন : বাংলাদেশের শস্যভাণ্ডার বলা হয় কোন জেলাকে?উত্তর : বরিশাল।১১. প্রশ্ন : বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?উত্তর : ১৯৫৪ সালে।১২. প্রশ্ন : গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?উত্তর : দিনাজপুর।১৩. প্রশ্ন : বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?উত্তর : সিলেটের মালনিছড়া।১৪. প্রশ্ন : সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?উত্তর : মৌলভীবাজার জেলায়।১৫. প্রশ্ন : বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?উত্তর : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।১৬. প্রশ্ন : বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?উত্তর : ১৫৯টি।১৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়?উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।১৮. প্রশ্ন : বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।১৯. প্রশ্ন : বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তামাক জন্মে?উত্তর : রংপুরে।২০. প্রশ্ন : বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তুলা জন্মে?উত্তর : যশোরে।এসইউ/এমএস

Advertisement