নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Advertisement
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহম্মদের সঞ্চালনায় আইন বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়েরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমাদের আগের যে দুইজন উপাচার্য ছিলেন তারাও এ ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাসে পরিণত করার কথা বলেছিলেন। কিন্তু তারা সেটি করেননি। স্বৈরাচার পতনের পর নতুন ভিসি হওয়ার পরেও আমরা দেখছি একই অবস্থা। সিনেট ভবনে ভিসি আমাদের সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে রাস্তাগুলো অধিগ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটির ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।
তারা বলেন, জাবি ক্যাম্পাসে আমাদের একজন বোন মারা গিয়েছে। আমাদের ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে একজন মারা গিয়েছে। আর কতজন মারা গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোধদয় হবে? আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই, শব্দদূষণ মুক্ত পড়াশোনার পরিবেশ চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Advertisement
এমএইচএ/এমএএইচ/জেআইএম