শিক্ষা

শিক্ষা প্রশাসনে ফের বড় রদবদল, এবার ৪৬ কর্মকর্তাকে পদায়ন

গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণ করে শিক্ষা প্রশাসনে দফায় দফায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। কয়েক দফায় অনেক আওয়ামী লীগপন্থি ও দুর্নীতি-অনিয়মে অভিযুক্ত কর্মকর্তাদের বদলি করা হচ্ছে।

Advertisement

এবার শিক্ষা প্রশাসনে একসঙ্গে ৪৬ জন কর্মকর্তাকে নতুন করে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে ঢাকা, যশোর, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপসচিব, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অডিট অফিসার, কয়েকটি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ বিভিন্ন পদে নতুনদের পদায়ন করা হয়েছে। অনেককে আবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। দুটি প্রজ্ঞাপনে মোট ৪৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

উপ-সচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে সুলতানা মাহমুদা ইয়াসমিনকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ করা হয়েছে।

Advertisement

কুমিল্লা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক পদে পদায়ন পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার, একই বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক হয়েছেন গোলাম মহিউদ্দিন, উপ-পরিচালক হয়েছেন মোহাম্মদ শাহজাহান।

এছাড়া ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পেয়েছেন তিতুমীর কলেজের অধ্যাপক কাজী ফয়জুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন সহযোগী অধ্যাপক জাকির হোসেন।

ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন মোহাম্মদ নুরুল হক, উপসচিব ইমদাদ জাহিদ, যশোর বোর্ডের অডিট অফিসার হয়েছেন রুবেল হোসাইন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছেন খুরশিদ আলম মল্লিক।

প্রজ্ঞাপনে ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এবং তিনটি কলেজে নতুন উপাধ্যক্ষও পদেও পদায়ন করা হয়েছে। 

Advertisement

৪৬ কর্মকর্তার পদায়নের দেখুন এখানে>> তালিকা-১ তালিকা-২

এএএইচ/এমকেআর