এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ঘটনা প্রকাশের ঠিক পরপরই ছড়িয়ে পড়ে রহমানের নারী গিটারিস্ট মোহিনী দে ও তার স্বামী মার্ক হার্টসাচের বিচ্ছেদের খবর। দুটি বিচ্ছেদের যোগসূত্র কী? কেনই বা ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে রহমান ও মোহিনীর সম্পর্কের গুঞ্জন! কলকাতার মেয়ে মোহিনী ও চেন্নাইয়ের শিল্পী এ আর রহমান একত্রে প্রায় ৪০টির বেশি শো করেছেন বলে?
Advertisement
তাদের সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। ভারতীয় একটি টিভিকে তিনি জানান, দুটি বিচ্ছেদের কোনো যোগসূত্র নেই। এ আর রহমান ও সায়রা বানু আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে অন্য কোনো সম্পর্কের কোনো ঘটনা নেই।
বাংলাদেশের গানের চ্যানেল গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়েছেন মোহিনী। পাশাপাশি কোক স্টুডিও ইন্ডিয়াতেও ছিলেন ২৮ বছর বয়সী এই বেজ গিটারিস্ট। বিচ্ছেদের ঘোষণায় মোহিনী দে লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি ও মার্ক আলাদা হয়ে যাচ্ছি। আমাদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সিদ্ধান্তটা নিয়েছি। বিচ্ছেদের পরও আমাদের বন্ধুত্ব অটুটু থাকবে। হাতে থাকা কাজগুলো আমরা একত্রেই করব, প্রয়োজনে ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করব।’
আরও পড়ুন:বাবা-মায়ের ডিভোর্স নিয়ে যা বললেন এ আর রহমানের তিন সন্তানবিচ্ছেদের পথে এ আর রহমানগত মঙ্গলবার দিবাগত রাতে এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়ে। অস্কারজয়ী এ আর রহমান ও সায়রা বানু দম্পতির তিন সন্তান, খাদিজা, রহিমা ও আমিন। তারা তিনজনই সংগীতের সঙ্গে জড়িয়েছেন। মা-বাবার বিচ্ছেদের পর মেয়ে রহিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ঘটনাটিতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখলে খুশি হবো। আপনাদের বিবেচনাবোধের জন্য ধন্যবাদ।’
Advertisement
আরএমডি/জেআইএম