দেশজুড়ে

মোবাইল নম্বর লিখে রেখে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর

বান্দরবানে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে মোটরসাইকেল। পরে ওই নম্বরে যোগাযোগের পর চুক্তি মোতাবেক টাকা পাঠালে নির্দিষ্ট পুকুর কিংবা জঙ্গলে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। গত একমাসে বান্দরবান সদর উপজেলা থেকে এভাবে অন্তত ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান সদরের দেওয়ানজি পুকুর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেন গাড়ির মালিক।

স্থানীয়রা জানান, বিগত সময়ে জেলায় কমবেশি চুরির ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে বেড়েছে। বাসাবাড়িতে চুরির সঙ্গে যুক্ত হয়েছে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি। চোরেরা বাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় দেওয়াল কিংবা গাছে লিখে দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগের নম্বর। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে নির্দিষ্ট টাকা দাবি করা হচ্ছে। টাকা পরিশোধের পর চোরেরা বলে দিচ্ছে পুকুর কিংবা জঙ্গলে গাড়ির অবস্থান। পরে গাড়ির মালিকরা সেখান থেকে উদ্ধার করছেন তাদের মোটরসাইকেল।

সাইদুল ইসলাম নামের একজন জানান, বুধবার (২০ নভেম্বর) রাতে পৌরসভার মেম্বারপাড়া এলাকায় তার বাসা থেকে একটি ইয়ামাহা এফজেট ও একটি ফেজার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরের দল। দেওয়ালে লিখে যায় একটি মোবাইল নম্বর। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে দুটি মোটরসাইকেলের জন্য ৬০ হাজার টাকা দাবি করা হয়। দাবি পূরণের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বান্দরবান সদরের দেওয়ানজি পুকুর থেকে একটি ও চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট এলাকা থেকে অপরটি উদ্ধার করা হয়।

Advertisement

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে কুহালং ইউনিয়নের বিক্রিছড়া এলাকার মারমার বাড়ি থেকে নতুন কেনা ইয়ামাহা এফ-জেড মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরে দেখা যায়, ঘরের দেওয়ালে দুটি মোবাইল নম্বর লিখে রাখা। ওই নম্বরে যোগাযোগ করে ৫০ হাজার টাকা দিলে মোটরসাইকেলটির অবস্থান জানানো হবে বলা হয়। দরকষাকষি করতে করতে ১০ হাজার টাকায় দফারফা। পরে ওই নম্বরে পাঁচ হাজার টাকা পাঠালে কিবুক পাড়া জঙ্গলের পাশে রাস্তায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

১৩ অক্টোবর রাতে বালাঘাটা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কোয়ার্টার থেকে প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক নাজিব কুমার তঞ্চঙ্গ্যার স্কুটি চুরি হয়। বাউন্ডারি ওয়ালে মোবাইল নম্বর লিখে রেখে যায় চোর। ওই নম্বরে যোগাযোগের পর ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরের দিন দুপুরে পুকুরে তেল ভাসতে দেখে তল্লাশি করে পুকুর থেকে বাইকটি উদ্ধার উদ্ধার করা হয়।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, চোরের দলের সদস্যদের খুঁজতে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম

Advertisement