অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে দীপন কংকন চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘রূপ’। বইটি প্রকাশ করছে প্রতিকথা প্রকাশনা। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।
Advertisement
‘রূপ’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। তার প্রথম কাব্যগ্রন্থ ‘বর্ষামুগ্ধ শিরীষ’ প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে।
আরও পড়ুনআসছে মোহাম্মদ অংকনের ‘আমার তোমাকেই লাগবে’আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’দীপন কংকন চক্রবর্তীর জন্ম ১৯৭০ সালের ১৫ নভেম্বর। জন্মস্থান চাঁদপুর। তিনি একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে বিপণন প্রধান হিসেবে কর্মরত।
কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। লেখালেখির সূত্রপাত ছাত্র জীবন থেকে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
Advertisement
এসইউ/জেআইএম